শেষ পর্যন্ত ইনিংস হেরে গেল ইংল্যান্ড(England) । মঙ্গলবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডকে ইনিংস ও তৃতীয় টেস্টে ১৪ রানে হারিয়ে অ্যাশেজ ধরে রাখল অস্ট্রেলিয়া ।
বক্সিং ডে টেস্টে(Boxing Day Test) অভিষেক হওয়া স্কট বোলান্ডের দুরন্ত বোলিংয়ের সামনে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় । অভিষেকের দিন এই অজি পেসার ছয় উইকেট নেয় । টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দেয় মিচেল স্টার্ক । তাঁর বলে আউট হন বেন স্টোকস ।
এরপর বোলান্ডের বলে তাসের ঘরের মতো উইকেট পড়তে শুরু করে ইংল্যান্ডের । চার ওভারে মাত্র সাত রান দিয়ে ছয় উইকেট তুলে নেন তিনি । মধ্যাহ্ন ভোজের আগেই ইংল্যান্ডের ইনিংস ৬৮ রানে শেষ হয়ে যায় ।
আরও পড়ুন, Rohit Sharma: নজরে রোহিতের ফিটনেস, পিছিয়ে দেওয়া হল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের দল ঘোষণা
পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্ট জিতে ৩-০ এগিয়ে গেল অজিরা । দুটো ম্যাচ বাকি থাকতেই অ্যাসেজ নিজেদের দখলে রাখল অস্ট্রেলিয়া ।