মা অসুস্থ। আমেদাবাদ টেস্টেও নেই প্যাট কামিন্স। ফলে ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টেও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। কিন্তু আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, পরিস্থিতি যা তাতে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজও নাও খেলতে পারেন কামিন্স। ১৭ মার্চ থেকে শুরু ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার একদিনের সিরিজ। তিন ম্যাচের সিরিজের নেতা কে হবে, তা পরে জানানো হবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আমেদাবাদ টেস্ট জয়ের পর স্টিভ স্মিথ জানিয়েছিলেন, তিনি ভারতের বিরুদ্ধে নেতৃত্ব দিতে পছন্দ করেন। ক্রিকেট পন্ডিতদের মতে, ভারতের বিরুদ্ধে সিরিজে ২-০ পিছিয়ে থাকার পর, ইন্দোরে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। দেখা গিয়েছে স্মিথের নেতৃত্বে ফের পুরনো মেজাজেই ফিরে এসেছেন অজিরা। ইন্দোর টেস্ট জয়ের পর স্মিথও দাবি করেছিলেন, ফের সুযোগ পেলে ভারতকে এই সিরিজে রুখে দিয়েই দেশে ফিরবেন।
সেই সুযোগ চলেই এল। এখন প্রশ্ন হচ্ছে কেমন হবে আমেদাবাদের পিচ। গুজরাত ক্রিকেট সংস্থার তরফে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত পিচ নিয়ে কোনও দাবি আসেনি ভারতীয় দল থেকে।