রায়পুরে সিরিজের চতুর্থ T20 ম্য়াচ। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। অধিনায়ক ম্যাথিউ ওয়েড জানিয়েছেন, দলে পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া। প্রথম একাদশে নেই স্টয়নিস, ম্যাক্সওয়েল ও রিচার্ডসন। তাঁর পরিবর্তে দলে এসেছেন ক্রিস গ্রিন, ম্যাকডেরমট ও দারসুইস।
এদিকে ভারতও পরিবর্তন করেছেন টিমে। মুকেশ কুমার, দীপক চাহার ও শ্রেয়স আইয়ার ফিরেছেন টিমে। দলে এসেছেন জিতেশ শর্মাও। ওপেন করছেন যশস্বী ও রুতুরাজই।