ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে শেষ করেছিল, ঠিক সেখানেই শুরু করল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্টে প্রথম দিনই দাপট স্মৃতি, পূজাদের। প্রথম দিনই ৪ উইকেট পূজা বস্ত্রকারের। ২১৯ রানে অলআউট অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে এক উইকেট হারিয়ে ভারতের রান ৯৮।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুটা ভাল হয়নি তাঁদের। দলের অভিজ্ঞ ব্যাটার এলিস পেরিকে বোল্ড করে ফেরান পূজা তাহিলা ম্যাকগ্রাকে আউট করেন স্নেহ রানা। ৪০ রান করেন তিনি। পূজা ৪ উইকেট পান, স্নেহ রানা তুলে নেন ৩ উইকেট।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪০ রানে ফেরেন শেফালি বর্মা। ৪৩ রানে অপরাজিত স্মৃতি মান্ধানা। সঙ্গে আছেন স্নেহ রানা। দ্বিতীয় দিন বড় লিড নেওয়ার লক্ষ্যে টিম ইন্ডিয়া।