নভেম্বর থেকে ফেব্রুয়ারি। আমেদাবাদ থেকে বেনোনি পার্ক। মাঠ বদলে গেল, কিন্তু ফলের বদল হল না। ভারতকে ৭৯ রানে হারিয়ে যুব বিশ্বকাপেও চ্যাম্পিয়ন সেই অস্ট্রেলিয়া। রেকর্ড ২৫৪ রান তাড়া করতে নেমে ১৭৪ রানে অলআউট ভারত। এই রান তাড়া করতে নেমে স্কোর বোর্ডে উজ্জ্বল শুধুমাত্র আর্দশ সিংয়ের ৪৭ রান। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট ব্র্যাডম্যান এবং ম্যাকমিলানের।
রেকর্ডবার ফাইনালে উঠে বিশ্বজয়ের আশা তৈরি করেছিলেন ভারতীয় যুব ক্রিকেটাররা। কিন্তু হৃষীকেশ কানেতকরের ছেলেরাও অজি পেস অ্যাটাকে কাছে কেঁপে গেলেন। ৯০ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে কার্যত গুটিয়ে যায় ভারত।
২০০৩ সালে বড়দের বিশ্বকাপে ব্যর্থ হয়েছিলেন সচিন। ২০২৪ সালে সেই দক্ষিণ আফ্রিকার মাটিতে ছোটদের বিশ্বকাপে ব্যর্থ হলেন ভারতের নতুন সচিন। প্রতিপক্ষ হিসাবে থেকে গেল অস্ট্রেলিয়ার নাম।
গোটা সময়ে কোনও সময়েই প্রতিরোধ তৈরি করতে পারলেন না ভারতীয় ব্যাটাররা। বরং এই বিশ্বকাপে প্রাপ্তি হল বল হাতে ব্র্যাডম্যানের। ১৫ রানে তিন উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংকে একাই ভেঙে ফেলেন অস্ট্রেলিয়া এই যুব ক্রিকেটার।