চলতি আইপিএলের নিলামে(IPL Mega Auction 2022) আবেশ খানকে ১০ কোটির বিনিময়ে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস(Lucknow Super Giants)। 'আনক্যাপড' এক বোলারকে এত টাকার বিনিময়ে দলে নেওয়ায় তখন অনেকেই একে 'অপরিণত' সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। এমনকি তাঁর বদলে অন্য যেকোনও নামী খেলোয়াড়কে নেওয়া যেত বলেও দাবি করেন বিশেষজ্ঞরা। কিন্তু লখনউ টিম কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত যে একেবারেই ঠিক ছিল, তা যেন প্রতিটি ম্যাচেই বুঝিয়ে দিচ্ছেন মধ্যপ্রদেশের ইন্দোরের এই বোলার।
সোমবার যেভাবে হায়দরাবাদের(SRH) বিরুদ্ধে ম্যাচের মোড় আবেশ একা হাতেই ঘুরিয়ে দিলেন, তারপর ভারতের এই বোলারকে আর হালকাভাবে নেওয়ার কোনও উপায় নেই। মাত্র ২৪ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েও নিরুত্তাপ ম্যাচের নায়ক আবেশ(Avesh Khan)। তিনি আগামী ম্যাচের জন্য লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। মাত্র ২৫ বছরের এই জোরে বোলার যেভাবে সানরাইজার্সকে(Sunrisers Hyderabad) নাকানি-চোবানি খাওয়ালেন তা সত্যিই কুর্নিশযোগ্য।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আইপিএলে(IPL 2022) সবসময় চাপ থাকে বোলারদের উপর। কিন্তু একজন বোলার সেই চাপকে সামলে ভাল বল করতে পারলে পাল্টা চাপে পড়েন ব্যাটাররা। তাঁর কথায়, "আমি সবসময় উইকেট তোলার চেষ্টা করে গিয়েছি। কিন্তু যদি আমি নিজেকে দলের মূল পেস অস্ত্র ভাবতাম, তাহলে হয়তো চাপে পড়ে যেতাম। কিন্তু তা কখনই ভাবিনি। নিজের সাবলীল খেলাটা খেলে গিয়েছি। একটা ছয় খাওয়ার পরেই আমি ঠিক করি যে ক্রমাগত ইয়র্কার দিয়ে চাপে ফেলব প্রতিপক্ষ ব্যাটারদের। কারণ প্রথম বলে ছয় খেলেও বাকি পাঁচটা বল আমায় ভাল করতেই হবে। আমি সবসময় নিজের লক্ষ্যে স্থির ছিলাম, ফলে পরপর ২ বলে ২ উইকেট তুলে আবার দলকে খেলায় ফিরিয়ে আনতে পেরেছি।"
১৮তম ওভারে আবেশের(Avesh Khan) ২ উইকেট লখনউয়ের জন্য 'কি-ফ্যাক্টর' হয়ে দাঁড়ায়। শুধু উইকেট নেওয়াই নয়। একের পর এক ডট বল খেলিয়ে আবেশ প্রথম থেকেই সানরাইজার্সের ব্যাটারদের চাপে রেখেছিলেন। ফলে চাপের মুখে বড় শট খেলতে গিয়েই আবেশের পাতা ফাঁদে ধরা পড়েন কেন উইলিয়ামসন(Kane Williamson), নিকোলাস পুরানরা(Nicolas Pooran)। প্রাক্তন ক্রিকেটারদের মতে আইপিএলের মতো ফরম্যাটে বিপক্ষকে ১৫টা ডট বল করা যথেষ্টই তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন- IPL 2022: আবেশ খান ও হোল্ডারের বোলিংয়ে ১২ রানে জয় লখনউর, লড়েও হার সানরাইজার্স হায়দরাবাদের
গতবছর দিল্লির(Delhi Daredevils) হয়ে ১৬ ম্যাচে ২৪ উইকেট নেন আবেশ(Avesh Khan)। এবার প্রথম থেকেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির নজরে ছিলেন তিনি। কিন্তু হীরে চিনতে ভুল করেননি লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর(Gautam Gambhir)। যার ডিভিডেন্ট দিচ্ছেন ইন্দোরের এই পেসার।