ইডেনে শেষ ম্যাচ খেলেছিল পাকিস্তান। সেই ম্যাচের আগেই নাকি নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বাবর আজম। এমনই তথ্য ফাঁস করলেন পাকিস্তানের প্রাক্তন বোর্ড কর্তা রামিজ রাজা। ইডেনে ম্যাচের আগেই রামিজের সঙ্গে কথা হয় বাবর আজমের। তখনই এবিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন প্রাক্তন পাক অধিনায়ক।
বুধবারই সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন বাবর আজম। সেখানে তিনি নেতৃত্ব ছাড়ার ঘোষণা করেন। কিন্তু রামিজ জানান, ইডেনে খেলতে নামার আগেই বাবর সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর অধিনায়ক থাকবেন না।
এবিষয়ে রামিজ জানান, "বাবরের নেতৃত্ব ছেড়ে দেওয়ার জন্য আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। আমার সঙ্গে ইডেনে কথা প্রসঙ্গে জানিয়েছিল যে ও হতাশ। নেতৃত্ব দিতেও ভালো লাগছিল না বলে জানিয়েছিলেন তিনি।"