খুনের মামলায় নাম জড়াল বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের। ঢাকার আদাবর থানায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছেন রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। গত ৫ অগাস্ট পুলিশের গুলিতে আহত হন তাঁর ছেলে মহম্মদ রুবেল। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
ছেলের মৃত্যুর বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হন রফিকুল। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ছেলের মৃত্যুর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান, অভিনেতা ফিরদৌস-সহ মোট ১৫৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছেন রফিকুল। অজ্ঞাত পরিটয় ৪০০-৫০০ জনের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে। আদাবর থানার আধিকারিক নজরুল ইসলাম প্রথম আলো-কে একথা জানিয়েছেন।
রফিকুলের অভিযোগ, তাঁর ছেলে রুবেলের মৃত্যু বয়েছে অভিনেতা ফিরদৌসের নির্দেশে। অভিযুক্তদের তালিকায় ১০ নম্বরে নাম রয়েছে সাকিব আল হাসানের। গত ৫ অগাস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়। সেদিন রুবেল আদাবর এলাকার রিং রোডে মিছিলে ছিলেন। মিছিলে গুলি চলে। রুবেলের বুকে ও পেটে গুলি লেগেছিল। ৭ অগাস্ট মৃত্যু হয় তাঁর।