প্রথম টেস্ট জয় অঘটন ছিল না। ৭০ বছরে দ্বিতীয়বার ঘরের মাঠে হোয়াইটওয়াশ হল পাকিস্তান। মাসুদের দলকে হারিয়ে দিল বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের পর শেষ টেস্টে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ২৭৪ রান তোলে পাকিস্তান। সইম আয়ুব ও শান মাসুদ হাফসেঞ্চুরি করেন। শেষের দিকে ৫৪ রান আসে সলমন আঘার ব্যাটেও। বাংলাদেশের হয়ে ৫ উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ। ব্যাট করতে নেমে ২৬২ রান তোলে বাংলাদেশ। ১৩৮ রান আসে লিটন দাসের ব্যাটে। ৭৮ রান করেন মেহেদি। কিন্তু আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি।
দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানের লক্ষ্যমাত্রা দেয় পাকিস্তান। ৬ উইকেট হাতে নিয়ে সেই রান তুলে নেয় বাংলাদেশ। প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের মাটিতে সিরিজ জয় বাংলাদেশের।
এর আগে ওয়েস্ট ইন্ডিজকে বিদেশের মাটিতে হারিয়ে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। দ্বিতীয় বার বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয় সাকিবদের।