সোমবার কলকাতায় এলেন কেকেআরের বাংলাদেশের ক্রিকেটার লিটন দাশ। তবে কতদিন তিনি কেকেআরে খেলবেন, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। কলকাতা আসার আগে বাংলাদেশের এক ওয়েব সাইটে লিটন জানিয়েছেন, খুব বেশি হলে ২০ দিন মতো কলকাতার শিবিরে তিনি থাকতে পারবেন। কারণ মে মাসের মাঝামাঝি আবার তাঁকে বাংলাদেশ ফিরতে হবে। কারণ, মে মাসের প্রথম সপ্তাহেই আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল।
ইতিমধ্যেই শাকিবের বদলি হিসাবে কেকেআর দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ ক্রিকেটার জেসন রয়। এই মরশুমে শুরু থেকেই শাকিব এবং লিটনকে নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল কলকাতা শিবিরে। শাকিব না এলেও, শেষ পর্যন্ত এলেন লিটন।
কলকাতার পরের ম্যাচ ১৪ এপ্রিল। ইডেনে নাইটদের প্রতিপক্ষ হায়দরাবাদ। সেই ম্যাচে লিটন এবং জেসন রয় খেলবেন কীনা, তা নিয়ে শুরু হয়ে গেল জল্পনা।