বিশ্বকাপ ক্রিকেটে সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ উঠেছিল বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের বিরুদ্ধে। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি। কিছু না বুঝেই ওই ঘটনা ঘটিয়েছেন বলে মন্তব্য তাঁর।
পুণের হোটেলে সাংবাদিকদের উপস্থিতি নিয়ে ক্ষুব্ধ হন লিটন দাস। তিনি হোটেলের নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন, তাঁর অনুমতি ছাড়া যেন সাংবাদিকদের না ঢুকতে দেওয়া হয়। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ক্ষমা চেয়ে পোস্ট করেন লিটন।
Read More- বিশ্বকাপে আজ ফের শূন্য থেকে শুরু অস্ট্রেলিয়ার, প্রতিপক্ষ শ্রীলঙ্কা
তিনি লিখেছেন, টিম হোটেলে যাওয়া নিয়ে যে ঘটনা ঘটেছে তা অনাকাঙ্খিত। পুরো ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। গণমাধ্যমের প্রতি তিনি সর্বদা শ্রদ্ধাশীল বলেও মন্তব্য করেছেন।