প্রথমবার ভারতের মাটিতে টেস্ট খেলতে এসেই পাঁচ উইকেট হাসান মাহমুদের। দ্বিতীয় দিনের প্রথম সেশনে নজর কাড়লেন তাস্কিন আহমেদও। দুই পেসারের দাপুটে ৪০০-এর গণ্ডি পার করতে পারল না টিম ইন্ডিয়া। চেন্নাইয়ে ৩৭৬ রানে শেষ ভারতের ইনিংস। মধ্যাহ্নভোজের বিরতিতে তিন উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলামকে ২ রানে ফেরালেন জসপ্রীত বুমর। জাকির হোসেন ও মমিনুল হককে ফেরালেন আকাশদীপ সিং। মধ্যাহ্নভোজে ৩ উইকেট হারিয়ে ২৬ রান তুলেছে বাংলাদেশ।
প্রথম দিন ৬ উইকেট হারিয়ে ভারতের স্কোর ছিল ৩৩৯ রান। ঘরের মাঠ চিপকে সেঞ্চুরি করেন রবিচন্দ্রন অশ্বিন। ৮৬ রানে ছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে ওই রানেই ফিরতে হয় জাদেজাকে। তাঁকে ফেরান তাস্কিন আহমেদ। ১১৩ রানে ফেরেন অশ্বিন। ১৭ রান করে ফিরতে হয় আকাশদীপ সিংকেও। তিন ব্যাটারকেই ফিরিয়েছেন তাস্কিন আহমেদ। জসপ্রীত বুমরাকে ফিরিয়ে ইনিংসের পঞ্চম উইকেট তুলে নেন হাসান মাহমুদ।
চলতি বছরই বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন হাসান মাহমুদ। পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে টানা দুই টেস্টে পাঁচটি করে উইকেট পেয়েছিলেন। ভারতেও প্রথম টেস্টে পাঁচ উইকেট শিকার করে নিলেন তিনি। তাঁর পারফরম্যান্সে খুশি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। তবে ৩৭৬ রান মাথায় নিয়ে খেলতে নেমে শুরুটা ভাল করতে পারেনি বাংলাদেশ। চেন্নাইয়ের লালমাটির উইকেটে বুমরা, সিরাজ ও আকাশদীপদের সামনে দাঁড়াতে পারেননি বাংলাদেশের টপ অর্ডার। ক্রিজে নাজমুল হোসেন শান্তের সঙ্গে রয়েছেন মুশফিকর রহিম।