ভাল নেই বাংলাদেশ। দেশের একটা বড় অংশ তলিয়ে যাচ্ছে বন্যার জলে। অন্যদিকে, শেখ হাসিনার সরকারের পতন। রীতিমতো সঙ্কটে রয়েছে গোটা দেশ। এর মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টেই নজির গড়লেন টাইগাররা। নেপথ্যের নায়ক মুশফিকুর রহিম।
রহিমের ব্যাটিংয়ের জেরে বেশ খানিকটা এগিয়ে রইল বাংলাদেশ। এদিন প্রথম ইনিংসে ১৯১ রান করলেন বাংলাদেশ ক্রিকেট দলের এই অভিজ্ঞ ক্রিকেটার। মাত্র ৯ রানের জন্য দ্বিশতরানের রেকর্ড হাতছাড়া হল তাঁর। এই নিয়ে নিজের কেরিয়ারের ১১তম শতরান করলেন তিনি।
এদিনের ম্যাচে, মুশফিকুর যখন ব্যাট করতে নামেন তখন রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। পাকিস্তানের থেকে ৩০১ রানে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। হাতে ছিল ৭টি উইকেট। সেখান থেকেই দলের প্রত্যাবর্তন ঘটান তিনি।
মোট ২২টি চার ও একটি ছক্কা মারেন রহিম। তাঁর সঙ্গে যোগ্য সজ্ঞতি দেন মেহেদি হাসান মিরাজ। তাঁদের যৌথ উদ্যোগে ৫৫০ রানের গন্ডি টপকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত মহম্মদ রিজওয়ানের ক্যাচে আউট হন রহিম। শেষ পর্যন্ত ৫৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ।
প্রথম ইনিংসে পাকিস্তান দল করেছিল ৬ উইকেটে ৪৪৮ রান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের থেকে ১১৭ রানের লিড নিল বাংলাদেশ। ফলে, বাংলাদেশের এই দুর্দান্ত পারফরম্যান্সের জেরে বলাই যায় এই ম্যাচ কার্যত ড্র হতে চলেছে।