আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ। মঙ্গলবার দুপুরেই দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে। টাইগারদের বিশ্বকাপ দলে মোট ১৫ জনকে নেওয়া হয়েছে। দলে ফিরলেও বিশ্বকাপের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে না সাকিব আল হাসানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। আর সহকারী অধিনায়ক ঘোষণা করা হয়েছে তাসকিন আহমেদকে।
দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদের পাজরের ইনজুরির কারণে বেশ চিন্তায় ছিল বাংলাদেশ। তাঁর ইনজুরির রিপোর্ট না পেয়ে দল ঘোষণা করতে নারাজ ছিল সে দেশের বোর্ড। অবশেষে সোমবার রাতে সেই রিপোর্ট হাতে পেতেই মঙ্গলবার দল ঘোষণা করল বিসিবি।
আরও পড়ুন - বছর গড়িয়েছে, চিন্নাস্বামীতেই বিরাট বিতর্কের অবসান, মহারাজের সঙ্গে সৌজন্য কোহলির
বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড এক নজরে
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ, এছাড়ারা লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, শাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লা রিয়াদ, জাকের আলি অনীক, তনবীর ইসলাম, শাক মেহেদি হাসান, রিষাদ হোসেন, মুস্তাফিজ়ুর রহমান, শরিফুল ইসলাম এবং তানজিন হাসান শাকিব।