বিরাট কোহলির(Virat Kohli) ১০০তম টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে মাঠে ৫০% দর্শক প্রবেশে অনুমতি দিল বিসিসিআই(BCCI)। নিজেদের বক্তব্যের সম্পূর্ণ উল্টো পথে হেঁটে এবার এ বিষয়ে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনকে(PCA) অনুমতি বিসিসিআইয়ের(BCCI)।
এর আগে কোভিড পরিস্থিতিতে(Covid Circumstance) মোহালিতে(Mohali Cricket Stadium) দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। মঙ্গলবার এই অনুমতি মেলার পর আক্ষরিক অর্থেই পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের(PCA) হাতে টিকিট বেচার জন্য রইল মাত্র দু'দিন।
আরও পড়ুন- Australia vs Pakistan : ২৪ বছর পর পাক মাটিতে টেস্ট খেলার প্রস্তুতি শুরু অস্ট্রেলিয়ার
এই খবরটি নিশ্চিত করে বোর্ডের সম্পাদক জয় শাহ(Jay Shah) জানান, তিনি কোহলির(Virat Kohli) ১০০তম টেস্টের অপেক্ষায় রয়েছেন। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে মাঠে দর্শক প্রবেশের সিদ্ধান্ত রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে নেওয়া হয়েছে।
গত সপ্তাহেই, পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের(PCA) কোষাধ্যক্ষ আরপি সিংলা(RP Singla) জানান, বিসিসিআইয়ের(BCCI) সিদ্ধান্ত মেনে প্রথম টেস্টে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে ক্ষুব্ধ হন বিরাট সমর্থকরা।