ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের দল ঘোষণা বিসিসিআইয়ের। রাজকোট, রাঁচি ও ধর্মশালায় থাকবেন না বিরাট কোহলি। বোর্ড জানিয়েছে, বিরাট ব্যক্তিগত কারণে থাকতে পারবেন না। তাঁর সিদ্ধান্তকে সম্মান করে বোর্ড। এদিকে ইংল্যান্ড টেস্টে বাংলা থেকে আগেই ডাক পেয়েছিলেন মুকেশ কুমার। এবার ডাক পেলেন আকাশদীপ সিংও। দলে ফিরেছেন কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজা।
রাজকোটে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সহ অধিনায়ক যশপ্রীত বুমরা। যশস্বী জয়সওাল, শুভমান গিল আছেন। কে এল রাহুল ফিরলেও দলে আছেন রজত পাতিদার, সরফরাজ খান। বোলিং আক্রমণে অশ্বিনের সঙ্গে জাদেজা ও অক্ষর প্যাটেল। এছাড়া কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দরকেও রাখা হয়েছে দলে। রাহুল ও জাদেজাকে নিয়ে বোর্ড জানিয়েছে, মেডিকেল টিম দুই ক্রিকেটারকে ফিট সার্টিফিকেট দিয়েছে।
আরও পড়ুন: 'সম্মান অর্জন করে নিতে হয়', নেতৃত্ব নিয়ে অধিনায়কদের বার্তা মহেন্দ্র সিং ধোনির
পেস আক্রমণে জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের সঙ্গে থাকবেন বাংলার দুই পেসার মুকেশ কুমার ও আকাশদীপ সিং।