আগামী বছরের শুরুতেই ইডেনের মাঠে খেলতে নামবে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই ভারতের মাটিতে তিন সিরিজের সূচি ঘোষণা করল বোর্ড।
বিসিসিআইয়ের এই সূচি অনুযায়ী, ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দু'টি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে রোহিত ব্রিগেড। আর কিউয়িদের বিরুদ্ধে তিনটি টেস্ট এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। মোট তিনটি এক দিনের ম্যাচের কথা ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে। প্রথম ম্যাচটি হবে চেন্নাইয়ে। কলকাতার ইডেনে খেলা হবে মাত্র একটি ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ খেলতে রোহিতরা ইডেনের মাঠে নামবেন আগামী বছরের ২৫ জানুয়ারি।