মেয়েদের T20 বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিসিআই। ৩ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। এবার বাংলাদেশের পরিবর্তে এবার মেয়েদের T20 বিশ্বকাপ হবে আরব আমিরশাহী।
এবার T20 বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কাউর। সহ অধিনায়ক থাকবেন স্মৃতি মান্ধানা। দলে রয়েছেন অলরাউন্ডার ইয়াস্তিকা ভাটিয়া, পূজা বস্ত্রকার, শ্রেয়াঙ্কা পাতিল। সুযোগ পেয়েছেন বাংলা উইকেটকিপার রিচা ঘোষও।
গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা। এবার T20 বিশ্বকাপ জিতেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। প্রথমবার T20 বিশ্বকাপ জিততে ঝাঁপাবেন হরমনপ্রীত-স্মৃতি মান্ধানারা।
T20 বিশ্বকাপ টিম
হরমনপ্রীত কাউর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), দীপ্তি শর্মা, জেমাইমা রড্রিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর, দয়ালান হেমালতা, আশা শোভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, সাজনা সজীবন।