ভারতীয় দলের পরবর্তী কোচ কে হবেন? তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। শোনা যাচ্ছে, এবার রাহুল দ্রাবিড়ের পরবর্তী কোচের জন্য কেকেআরের মেন্টরের উপর ভরসা করতে চলেছে বিসিসিআই। বোর্ড সূত্রের খবর, গৌতম গম্ভীরকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বিসিসিআই।
কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেশন থেকে জানা গিয়েছে,গম্ভীরকে ইতিমধ্যেই ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বোর্ড। কিন্তু আদেও গৌতম এই প্রস্তাবে আগ্রহী কি না তা জানা যায়নি। তবে, সূত্রের খবর, আইপিএল শেষ হওয়ার পর বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন গম্ভীর। তবেই জানা যাবে তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত।
আরও পড়ুন - কী কারণে অবসর ঘোষণা, মুখ খুললেন সুনীল ছেত্রী
বিসিসিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ জুন ভারতীয় দলের কোচ পদে আবেদনের শেষ দিন। এক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স ফাইনাল খেললেও গম্ভীরের হাতে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য একদিন সময় থাকবে।