২০২৭ সাল পর্যন্ত ভারতের কোচ গৌতম গম্ভীর। গত মঙ্গলবার এই কথা ঘোষণা করেছেন বোর্ড সচিব জয় শাহ। এরমধ্যেই জানা গেল, গম্ভীরকে কোচ করার আগে ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে কোনও আলোচনাই করেনি বিসিসিআই। বরং শোনা যাচ্ছে এই বিষয়ে হার্দিকের সঙ্গে আলোচনা করা হয়েছে।
আসলে, বিরাট কোহলির সঙ্গে দিল্লির প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীরের সম্পর্কের কথা কারও অজানা নয়। বছর খানেক আগেই কোহলির সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়েছিলেন গৌতম গম্ভীর। এরপরে চলতি আইপিএলের ময়দানে দুই তারকাই নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছিলেন। তারপরেই শোনা যায় ভারতীয় ক্রিকেট দলের কোচ হচ্ছেন গৌতম গম্ভীর।
এরপরেই গুঞ্জন শোনা যায়, গৌতিকে দলের কোচ করার আগে বিরাটের সঙ্গে আলোচনা করা হয়েছে। কিন্তু বোর্ড সূত্রে খবর, বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের কথা বলার সময় রয়েছে। কিন্তু আগামী কয়েক বছরে অনেক তরুণ তুর্কিরা দেশের হয়ে খেলার সুযোগ পাবেন। তাঁদের সঠিক পথে চালনা করার জন্য সঠিক কোচের প্রয়োজন।