এক রাতে তিন দল। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল ঘোষণায় বেশ কয়েকটা চমক দিল বিসিসিআই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে রাখা হল পৃথ্বী শ এবং বাংলার পেসার মুকেশ কুমারকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে ভারতীয় উইকেট কিপার হিসাবের জায়গা দেওয়া হল কে এস ভরতকে। এই দলে ইশান কিষানকে রাখা হল দ্বিতীয় উইকেট কিপার হিসাব। শ্রীলঙ্কা চলে যাওয়ার আগেই ভারতে আসবে কেন উইলিয়ামসন ছাড়া নিউজিল্যান্ড। কিউইদের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দলে নেতা হার্দিক। তাঁর সহকারি হিসাবে নাম ঘোষণা করা হল সূর্য কুমার যাদবের। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলেও জায়গা পেয়েছেন সূর্য। নিউজিল্যান্ড সিরিজে ছুটি মঞ্জুর করা হয়েছে কে এল রাহুল এবং অক্ষর প্যাটেলের।
উল্লেখযোগ্য ভাবে, শ্রীলঙ্কার মতো কিউইদের বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত এবং বিরাটকে। তাঁদের ফের ফিরিয়ে আনায় হয়েছে একদিনের সিরিজে। নিউজিল্যান্ড সফরের আগেই বিয়ের জন্য ছুটি চেয়েছেন কে এল রাহুল। তিনি ফিরবেন অস্ট্রিলায় সিরিজে। তবে অক্ষর প্যাটেলের ছুটির কারণ জানা যায়নি।
এই অবস্থাতেও দুটি নাম না থাকায় বেশ চোখে লাগল। টেস্ট দলে অভিমুন্য ইশ্বরন এবং পৃথ্বী শ। রঞ্জি ট্রফিতে ট্রিপিল করে একজন ক্রিকেটার কেন টি-টোয়েন্টি খেলবেন, তা ভারতীয় দল নির্বাচনে বোঝা গেল না।