আইপিএলের নতুন টাইটেল স্পনসর খুঁজছে বোর্ড। আগ্রহী সংস্থাগুলির জন্য যে শর্ত রাখা হয়েছে, তা কঠিন। টাইটেল স্পনসর নিয়ে আগে যে বিতর্ক হয়েছে, তা নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নন বিসিসিআই। ভারতের সঙ্গে ভাল সম্পর্ক নেই, এমন দেশগুলির সংস্থার সঙ্গে চুক্তি করবে না বোর্ড।
নাম না করলেও বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, চিনের কোনও সংস্থার সঙ্গে চুক্তি করবে না বিসিসিআ। দেশের কোন সংস্থায় তাদের শেয়ার আছে, তা নিয়েও কড়াকড়ি থাকছে। শেয়ারের পূর্ণাঙ্গ বিবরণও জানাতে হবে বোর্ডকে।
এর আগে আইপিএলের টাইটেল স্পনসর ছিল চিনের মোবাইল নির্মাতা সংস্থা ভিভো। ডোকলাম নিয়ে ভারত ও চিনের সম্পর্ক খারাপ হয়ে ওঠে। সেই সময় আইপিএলের মুখ্য স্পনসর চিনা সংস্থা থাকায়, বোর্ডকে সমালোচনার মুখে পড়তে হয়। এখনও পর্যন্ত বোর্ডের সঙ্গে চুক্তি রয়েছে টাটার। এবার নতুন সংস্থা খুঁজছে বোর্ড।