ঘূর্ণিঝড়ের জেরে বার্বাডোজে আটকে পড়েছে টিম ইন্ডিয়া । কবে ফিরবেন রোহিতরা ? দেশবাসীর মনে এই প্রশ্নই বারবার ঘুরছে । বিসিসিআই সূত্রে খবর ছিল, বুধবারই দেশে ফিরতে পারে টিম । এবার বুধবার সকাল সকাল পোস্ট করে টিম ইন্ডিয়ার ঘরে ফেরারই ইঙ্গিত দিল বিসিসিআই । এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেওয়া হল 'ট্রফি ঘরে আসছে' । মনে করা হচ্ছে, ভারতীয় দল ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন ।
বুধবার ভোরে বার্বাডোজ থেকে রওনা হওয়ার কথা ছিল ভারতীয় টিমের । তবে, সূত্রের খবর, কয়েক ঘণ্টা দেরিতে রওনা হয়েছে দল । ফলে দিল্লিতে রাতের দিকে নামতে পারে রোহিত ব্রিগেড । আপাতত বিজয়ী টিমকে স্বাগত জানাতে তৈরি দেশবাসী ।
সংবাদ সংস্থা পিটিআই-কে বার্বাডোজের প্রধানমন্ত্রী মঙ্গলবার জানিয়েছিলেন, বিমানবন্দর চালু করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেক্ষেত্রে, মঙ্গলবার সন্ধে ৬টার সময় ভারতের উদ্দেশে রওনা দিতে পারেন রোহিত ব্রিগেড । কিংবা বুধবার ভোরে তাঁরা রওনা দিতে পারেন । সেক্ষেত্রে, ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাতে দিল্লিতে নামার কথা তাঁদের । অবশেষে তাতে আকারে-ইঙ্গিতে শিলমোহর বসিয়ে দিল বিসিসিআই ।