ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে রাহুল দ্রাবিড়ের উত্তরসুরী কে হচ্ছেন ? বিসিসিআইয়ের তরফে নতুন কোচের নাম এখনও ঘোষণা করা হয়নি । তবে, ক্রিকেটমহল এগিয়ে রাখছে গৌতম গম্ভীরকেই । এই আবহে ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ নিয়ে বড় আপডেট দিলেন সচিব জয় শাহ । কবে থেকে নতুন কোচ দায়িত্ব নিচ্ছেন, তা জানিয়ে দিয়েছেন তিনি ।
বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, নতুন কোচ নিয়োগের কাজ দ্রুত শেষ করা হবে। সিএসি দু’জনের নাম কোচ হিসাবে সুপারিশ করেছে । চূড়ান্ত নাম এখনও আলোচনার স্তরেই রয়েছে । বর্তমানে প্রাকৃচিক দুর্যোগ বার্বাডোজে আটকে ভারতীয় টিম । জয় শাহ জানিয়েছেন , মুম্বই ফিরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তাঁরা । তবে আগামী জিম্বাবোয়ে সফরে কোচ হিসাবে ভিভিএস লক্ষ্মণ থাকলেও পরের শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নেবেন নতুন কোচ।
৭ জুলাই থেকে জিম্বাবোয়ে সফর শুরু হচ্ছে ভারতের । আর শ্রীলঙ্কায় ভারতের সফর শুরু হবে ২৭ জুলাই । তিনটি টি-২০ এবং তিনটি এক দিনের ম্যাচের সিরিজ রয়েছে । এখান থেকে নতুন কোচ দলের দায়িত্ব নেবেন ।