T20 বিশ্বকাপ ফাইনালে জয়। এই ফরম্যাট থেকে অবসর নিয়ে ফেলেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। আর শনিবারই শেষ হয়ে গেল কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বোর্ডের চুক্তি মেয়াদও। টিম ইন্ডিয়ার নতুন কোচ কি তবে গৌতম গম্ভীর! বার্বাডোজে ট্রফি জয়ের পর তেমনই ইঙ্গিত দিলেন বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি।
এখনও পর্যন্ত নতুন কোচের নাম ঘোষণা করেনি বিসিসিআই। বিশ্বকাপ শেষ। এবার যে কোনও দিন নতুন কোচের নাম ঘোষণা করে দিতে পারে বোর্ড। সামনেই জিম্বাবোয়ে সিরিজ। বার্বাডোজে বিশ্বজয়ের পর প্রেসিডেন্ট বিনি জানালেন, "গম্ভীরের অভিজ্ঞতা অনেক। যদিও দায়িত্ব নেয়, ভারতীয় ক্রিকেট উপকৃত হবে। টিম যা চায়, ও জানে। দেশের হয়ে তিনটি ফরম্যাটেই ও খেলেছে।"
বিরাট ও রোহিতের T20 থেকে অবসর নিয়েও মুখ খুলেছেন বোর্ড প্রেসিডেন্ট। জানালেন, এই মুহূর্তে ওদের বিকল্প খুঁজে পাওয়া সত্যিই কঠিন। আশা করি তরুণ ক্রিকেটাররা উঠে আসবেন। তবে ওদের বিকল্প খুঁজে পাওয়ার কাজ সহজ নয়, বলেই মনে করছেন তিনি।
বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কে নিয়েও আবেগপ্রবণ রজার বিনি। জানান, ক্রিকেটার হিসেবেও অনবদ্য রাহুল। সত্যি দারুণ কাজ করেছেন। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছে, যা দুর্ভাগ্যজনক।