BCCI Earnings: কোভিড কাটিয়ে 'পূর্ণাঙ্গ' আইপিএল, ১১৬ শতাংশ লাভ, কত আয় করল BCCI

Updated : Aug 21, 2024 07:01
|
Editorji News Desk

বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড। প্রত্যেক বছর আইপিএল থেকেই কোটি কোটি টাকা আয়। বিশ্ব ক্রিকেটে উপার্জনের জোরেই নিয়ন্ত্রণকের ভূমিকায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের গত মরশুমে নতুন করে রেকর্ড গড়েছে বিসিসিআই। ইকনমিক টাইমস জানিয়েছে, বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০২৩ আইপিএলে বোর্ডের উপার্জন হয়েছে ৫,১২০  কোটি টাকা। ২০২২ সালে আইপিএলে বোর্ডের উপার্জন ছিল ২৩৬৭ কোটি টাকা। তা এক বছরে ১১৬ শতাংশ বেড়েছে। ২০২৩ আইপিএলের পর বোর্ডের মোট উপার্জন ১১,৭৬৯ কোটি টাকা। 

বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট লিগ আইপিএল। ২০২০ ও ২০২১ সালে কোভিডের জন্য ধাক্কা খায় এই টুর্নামেন্ট। আরব আমিরশাহিতে সরে যায় টুর্নামেন্ট। ২০২১ সালে ভারতে শুরু হলেও সেই টুর্নামেন্ট সরানো হয় আরব আমিরশাহিতে। ২০২২ আইপিএলে মহারাষ্ট্রেই হয়েছিল টুর্নামেন্ট। ২০২৩ সালেই পুরনো ফরম্যাটে ফেরে আইপিএল। হোম ও অ্যাওয়ে ম্যাচে পূর্ণাঙ্গ আইপিএল অনুষ্ঠান করে ভারতীয় ক্রিকেট বোর্ড। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। 

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, নতুন সম্প্রচার স্বত্ব ও নতুন বিনিয়োগকারীদের জন্যই এই রেকর্ড তৈরি হয়েছে। ২০২৩-২০২৭ সাল পর্যন্ত নতুন করে সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে আইপিএল। যার দর ছিল ৪৮,৩৯০ কোটি টাকা।

আগামী বছর পাকিস্তানে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরষ পাকিস্তান সফরে যাওয়ার সম্ভাবনা নেই ভারতের। আইসিসি-র কাছে নিরপেক্ষ ভেনুর আবেদন করবে বোর্ড। শ্রীলঙ্কা বা দুবাইয়ে ম্যাচগুলি খেলার আবেদন করবে বিসিসিআই। ২০০৮ এশিয়ান কাপের পর আর কখনও পাকিস্তানে যায়নি ভারত। ২০২৩-এ বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান। এই দুই দেশের কোনও দ্বিপাক্ষিক সিরিজ হলে টিকিট বিক্রি অনেকটাই বাড়ে। তবে সংবাদ সংস্থা ANI-কে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যাবে না টিম ইন্ডিয়া।  

BCCI

Recommended For You

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!
editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও