ভারতীয় দলের কোচ হওয়ার জন্য কোনও অস্ট্রেলীয়কে প্রস্তাবই দেওয়া হয়নি। সম্প্রতি একথাই জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। তাঁর কথায়, 'বোর্ডের তরফে অস্ট্রেলিয়ার কোনও প্রাক্তন ক্রিকেটারকে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়নি। সংবাদমাধ্যম যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা সঠিক নয়।'
কেমন কোচ চাইছে বোর্ড?
বোর্ডের দাবি অনুযায়ী, জাতীয় দলের জন্য নির্দিষ্ট পদ্ধতিতেই কোচ খোঁজা চলছে। এমন কাউকে কোচ হিসাবে চাওয়া হচ্ছে, যাঁর ভারতীয় ক্রিকেটের কাঠামো সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে এবং যিনি ধীরে ধীরে সর্বোচ্চ স্তরে উঠে এসেছেন।
আরও পড়ুন - শুক্রবার প্লে-অফে মুখোমুখি সানরাইজার্স ও রাজস্থান, ১০ বছর আগেও মুখোমুখি হয় দুই টিম
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য নতুন কোচ খুঁজছে বিসিসিআই। এরপর থেকেই একাধিক নাম উঠে এসেছে কখনও রিকি পন্টিং কখনও বাঁ জাস্টিন ল্যাঙ্গারদের নাম।