সোমবার লক্ষ্মীলাভ ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)। ২০২৩-২০২৭- পাঁচ বছরের জন্য ৪৪০৭৫ কোটি টাকায় বিক্রি উপমহাদেশে আইপিএলের স্বত্ব (IPL Media Rights)। ২০১৭ সালের পর উপমহাদেশে সম্প্রচার স্বত্ব প্রায় দ্বিগুণ দামে বিক্রি হল।
২৩,৫৭৫ কোটি টাকায় বিক্রি হয়েছে টেলিভিশন স্বত্ব প্যাকেজ A। এদিন নিলামে প্রত্যেক ম্যাচের দর দাঁড়িয়েছিল ৫৭ কোটি ৫ লক্ষ টাকা। উপমহাদেশে ডিজিটাল স্বত্বের দাম উঠেছিল ২০ হাজার ৫০০ কোটি টাকা। যেখানে প্রত্যেক ম্যাচের দর ৫০ কোটি টাকা।
আরও পড়ুন: মঙ্গলবার ভাইজ্যাগে সিরিজ জয়ের সামনে দক্ষিণ আফ্রিকা, রুখে দেওয়াই চ্যালেঞ্জ ভারতের
২০২২ সাল পর্যন্ত আইপিএলের টেলিভিশন স্বত্ব ছিল স্টার নেটওয়ার্কের কাছে। এর আগে ১০ বছরের জন্য আইপিএলের টেলিভিশন স্বত্ব ৮২০০ কোটি টাকায় কিনেছিল সোনি।