গত বছর আইপিএলের মিনি নিলামে KKR রেকর্ড গড়ে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে কিনে নেয়। যা আইপিএল নিলামে ইতিহাস। আগামী নিলামগুলিতে কোনও ক্রিকেটারদের পকেটে আর এত টাকা ঢুকবে না। নিয়মে বড় বদল আনতে চলেছে বিসিসিআই।
এবার বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, কোনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের জন্য যে লাগামছাড়া খরচ করতে পারবে না। মেগা নিলামে ক্রিকেটারদের জন্য যে দর উঠবে, মিনি নিলামে তার থেকে বেশি দর হাঁকা যাবে না। সব ঠিক থাকলে, বোর্ড এবার মেগা নিলাম থেকেই এই নিয়ম চালু করবে।
২০২১ সালের মেগা নিলামে কামিন্সকে ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কেনে কেকেআর। গত বছর মিনি নিলামে কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কিনে নিয়েছে সানরাইজার্স হাযদরাবাদ। এই নতুন নিয়মে এই কাজ আর করতে পারবে না কোনও ফ্র্যাঞ্চাইজি। নতুন নিয়মে এবার ফ্র্যাঞ্চাইজিগুলি বেশি টাকাও খরচ করতে পারবে। আগে ১০০ কোটি টাকা খরচের অনুমতি ছিল। এবার তা বাড়িয়ে ১২০ কোটি টাকা করা হতে পারে।