T20 বিশ্বকাপের পর এবার ভারতীয় ক্রিকেট বোর্ডে নতুন কোচ! খুব তাড়াতাড়ি বিজ্ঞাপন দেবে বিসিসিআই। T20 বিশ্বকাপের পরই কোচ বদল হতে পারে। ওই পদে আবেদন করতে পারেন রাহুল দ্রাবিড়ও। চলতি বছর জুন মাস পর্যন্ত দ্রাবিড়ের সঙ্গে চুক্তি আছে বোর্ডের।
বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, "দ্রাবিড়ের সঙ্গে জুন মাস পর্যন্ত চুক্তি আছে। চাইলে ও আবেদন করেই পারে।" হেড কোচ ঠিক হওয়ার পর ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ বাছাই করা হবে। এমনই জানিয়েছেন বোর্ড সচিব। এবার নতুন কোচের সঙ্গে লম্বা চুক্তি করতে চাইছে বোর্ড। ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ। ওই বিশ্বকাপ পর্যন্ত কোচের সঙ্গে চুক্তি করতে চাইছে বোর্ড।
তবে এবার লাল বল ও সাদা বলের জন্য আলাদা কোচের নীতি নেবে না বোর্ড। এক জন কোচের হাতেই ক্রিকেটের দায়িত্ব দিতে চায় বিসিসিআই।