দেশে লাগাতার বাড়তে থাকা করোনা(Corona) সংক্রমণের জেরে রঞ্জি ট্রফি(Ranji Trophy) সহ ভারতের ঘরোয়া ক্রিকেট আপাতত বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। তবে কবে খেলা শুরু হবে, সেই বিষয়ে এবার মুখ খুললেন বিসিসিআই সভাপতি(BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। জানা গেছে, কিছুদিনের মধ্যেই নতুন সূচি প্রকাশ করবে বোর্ড।
ইতিমধ্যেই ভারতের ঘরোয়া ক্রিকেটের(Domestic Cricket) সঙ্গে যুক্ত সব সংস্থাকে চিঠি দিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। কোভিডের(Covid 19) বাড়বাড়ন্তের কথা উল্লেখ করে সেই চিঠিতে জানানো হয়েছে, ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই খেলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) জানিয়েছেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে, তবেই ফের খেলা শুরু করা যাবে। খেলা শেষ করার দায়িত্ব বোর্ডের। ফলে পরিস্থিতি অনুযায়ী বোর্ড নতুন সূচি তৈরি করে সবাইকে জানিয়ে দেবে কিছুদিনের মধ্যেই।
আরও পড়ুন- Novak Djokovic: মেলবোর্ন বিমানবন্দরে আটক জোকোভিচ? অস্ট্রেলীয় ওপেনে নামা নিয়ে সংশয়
করোনা আবহে গত মঙ্গলবার বোর্ড রঞ্জি ট্রফি(Ranji Trophy), কর্নেল সিকে নাইডু ট্রফি(CK Naidu Trophy) এবং মেয়েদের টি২০ লিগ স্থগিত করে দেয়। উল্লেখ্য কিছুদিন আগে বোর্ড সভাপতি(BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও করোনা(Corona) আক্রান্ত হন।