বিশ্বকাপের আগেই বিপত্তি। অনুশীলনের সময় মাথায় চোট পাক ক্রিকেটারের। ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে আহত শান মাসুদ। বাকিদের সঙ্গেই নেটে ব্য়াট করছিলেন তিনি। পাক অলরাউন্ডার মহম্মদ নওয়াজের একটি ডেলিভারি তাঁর মাথায় লাগে। মাটিতে লুটিয়ে পড়েন মাসুদ। স্পোর্টস ইয়ারি নামের এক ক্রিকেট পোর্টালের ক্যামেরায় ধরা পড়েছে মাসুদের এই দুর্ঘটনার ছবি।
ঘটনাস্থলে থাকা ওই পোর্টালের সাংবাদিক সুশান্ত মেহেতার দাবি, মাথায় বল লাগার পর প্রায় পাঁচ থেকে সাত মিনিট মাটিতেই পড়েছিলেন পাক ক্রিকেটার শান মাসুদ। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাক শিবিরের খবর, হাসপাতালে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে মাসুদকে।
সেক্ষেত্রে রবিবার কী হবে পাক দল ? এখনও পর্যন্ত যা খবর, তাতে মাসুদের বদলে মেলবোর্নে ভারতের বিরুদ্ধে খেলতে পারেন ফখর জামান। তবে পাক শিবির জানিয়েছে, মাসুদের না থাকাটা ধাক্কা হতে পারে। কারণ, গত কয়েকটি সিরিজে রানের মধ্যে ছিলেন এই ক্রিকেটার। আগামী রবিবার, মেলবোর্নে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্য়াচ। ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্য়াচে ইতিমধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভিক্টোরিয়া হাওয়া অফিস।