রবিবার চিদম্বরম স্টেডিয়ামে নামছে চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। ঘরের মাঠে চেন্নাইয়ের এই ম্যাচ নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে। আইপিএল পয়েন্ট টেবিলে ৪ নম্বরে আছে মাহিব্রিগেড। রবিবারও টিমে থাকছেন না বেন স্টোকস।
শুধু স্টোকস নয়, রবিবার চেন্নাই টিমে থাকবেন না দীপক চাহারও। তাঁর এখনও চোট আছে। সম্ভবত গত ম্যাচের প্রথম একাদশই ধরে রাখবে চেন্নাই সুপার কিংস। এদিকে পঞ্জাব টিমে ফিরতে পারেন হরপ্রিত ব্রার। গত ম্যাচে ডাগআউটে ছিলেন তিনি।
চিদম্বরমের পিচে সুবিধা পাবেন ব্যাটসম্যানরা। শেষ দুই ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংস। ঘরের মাঠে জয় ছিনিয়ে নিতে মরিয়া জাদেজারা।