বিশাখাপত্তনমে তাঁর রান আউট টেস্টের টার্নিং পয়েন্ট। তার জন্য ইংরেজ অধিনায়ক বেন স্টোকসকেই দুষেছেন তাঁর দেশের প্রাক্তনরা। ভারতের কাছে ১০৬ রানে হেরে স্টোকসও স্বীকার করলেন, অমন অলস ভাবে দৌড়নো ঠিক হয়নি। রাজকোটে এই ঘটনা থেকে তিনি শিক্ষা নেবেন।
ভারতের বিরুদ্ধে ৩৯৯ রান তাড়া করার মুহূর্তে অশ্বিনের একটি বলে অলস ভাবে দৌড়েছেন ইংরেজ অধিনায়ক। আর সেই সময়েই শ্রেয়স আয়ারের থ্রো সরাসরি উইকেট ভেঙে দেয়। রান আউট হয়ে যান স্টোকস। যা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি।
আরও পড়ুন - টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে বিপাকে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার, ছিনতাই ফোন
সেই বিষয়েই মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, ড্রেসিং রুমে ফিরে সকলকে বর্ণনা করেছেন তিনি গোটা ঘটনা। ওই মুহূর্তে জোরে দৌড়াতে চেয়েও পারেননি তিনি। অদ্ভুত কয়েক সেকেন্ড কেটেছে। এর আগেও নির্বোধের মতো এমন কাজ করেছেন সে কথাও স্বীকার করেন তিনি।