একই সূত্রে বেঁধে গেল লর্ডস ও মেলবোর্ন। কিন্তু কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সব কিছুর সূত্রপাত। ২০১৬ সালে ভারতে T20 বিশ্বকাপের আসর বসে। ফাইনাল ছিল ইডেনে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই ম্যাচে শেষ ওভার বল করতে আসেন বেন স্টোকস (Ben Stokes)। কিন্তু চারটি ছয়ে খেলা বের করে দেন কার্লোস ব্রেথওয়েট (carlos brathwaite)। সেবার আর বিশ্বজয় সম্ভব হয়নি। ক্রিকেটবিশ্বে ব্যাড বয় ইমেজ তৈরি করে ফেলেন স্টোকস।
এরপর উত্থান-পতন এসেছে। আইপিএলে (Indian Premier League) চুটিয়ে খেলেছেন। ২০১৯ সালে এরপর ওয়ানডে বিশ্বকাপে সুযোগ আসে। সেদিনও লর্ডসে ৮৪ রান করে অপরাজিত ছিলেন স্টোকস। বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। এদিন পাকিস্তানের বিরুদ্ধে যেন সেই ইডেনের অভিশপ্ত রাতের স্মৃতি ফিরে এসেছিল।
আরও পড়ুন: ৩০ বছর পর বদলার বৃত্ত পূর্ণ, মেলবোর্নে পাক বধ করে টি-টোয়েন্টিতে বিশ্বসেরা ইংল্যান্ড
রবিবার মেলবোর্নে ৪ উইকেট হারিয়ে তখন ধুঁকছে টিম। সেই সময় দলের ত্রাতা হয়ে এলেন স্টোকস। এদিনও পাকিস্তানের কঠিন বোলিং আক্রমণের বিরুদ্ধে একা দাঁড়িয়ে ম্যাচ জিতিয়ে ফিরলেন। অপরাজিত থাকলেন ৫২ রানে। এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ইংল্যান্ড (England)। আপামর ক্রিকেটপ্রেমীর মন জিতে নিলেন স্টোকস।