টসে হেরে ব্যাট করতে নেমেছিল বাংলা (Bengal)। মাত্র ২ রানে ৩ উইকেট। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। প্রথম দিনের অ্যাপ্লিকেশনে ভুল ছিল। মানছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwari)।
মনোজ জানান, অনেক সময় ব্যাটিং দেখে মনে হয়, পিচ আনপ্লেয়েবল। কিন্তু বৃহস্পতিবার ইডেনে রঞ্জির ফাইনালে তেমনটা হয়নি বলেই মনে করছেন মনোজ। শুক্রবার প্রথম সেশনে যত দ্রুত উইকেট পড়বে, বাংলার জন্য প্রত্যাবর্তনের পথও পরিস্কার হবে। মনোজ জানান, প্রথম ইনিংসে ব্যাটিং যেমন ভাল হয়নি, বোলিংয়েও শুরুটা ভাল হয়নি। প্রথম সেশনে রান কম, উইকেট বেশি তুলে নিতে পারলেই এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। মনে করছেন অধিনায়ক মনোজ তিওয়ারি।
আরও পড়ুন: সেলফি নিয়ে বিপাকে, মুম্বইয়ে ক্লাবের বাইরে হাতাহাতি পৃথ্বী শ-এর! ধৃত তরুণী
মনোজ তিওয়ারি বলেন, "এই মরশুমে অনেক ম্যাচেই কামব্যাক করেছি। এখান থেকেও কামব্যাক সম্ভব। ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের ৮টি উইকেট নেওয়ার মতো ডেলিভারি চাই। অনেক সময় ২০ ওভারে ৮ উইকেট পড়ে। অনেক সময় ৫ ওভারেও। তাই প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ।"