দল পাল্টে গেল বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদের। আগেই জানা গিয়েছিল, তাঁকে ছেড়ে দেবে আরসিবি। এবার সানরাইজার্স হায়দরাবাদে খেলতে দেখা যাবে শাহবাজকে। শাহবাজকে ছেড়ে দিলেও আকাশদীপ সিংকে রেখে দিয়েছে আরসিবি।
এদিকে অনেক ক্রিকেটারকে বাদ দিলেও বাংলার ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামিকে কিন্তু দলে রেখে দিয়েছে গুজরাত টাইটান্স। শুভমান গিলের সঙ্গে এবারও ওপেন করতে দেখা যাবে ঋদ্ধিমানকে। বিশ্বকাপে তুখোড় পারফরম্যান্সের পর আইপিএলে ফের আগুন ঝরাতে তৈরি শামিও।
গতবার দিল্লি ক্যাপিটালসে যোগ দেন মুকেশ কুমার। এবারও তাঁকে রেখে দিয়েছে দিল্লি। রাখা হয়েছে অভিষেক পোড়েলকেও। এবার ঋষভ পন্থের নেতৃত্বে এই দুই ক্রিকেটার বড় ভূমিকা নিতে পারেন।