ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে ১০০ রানে শেষ হয়ে গেল বাংলার প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাফসেঞ্চুরি করলেন অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামি।
প্রথম ইনিংসে ২৬৫ রান তোলে ওড়িশা। জবাবে ব্যাট করতে নেমে ভেঙে পড়ে বাংলার ব্যাটিং লাইন আপ। বাংলার হয়ে দুই ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পেয়েছেন। টিমে নেই মুকেশ কুমার ও শাহবাজ আহমেদ। এদিন ম্যাচের শুরুতেই মাথায় চোট পাওয়ার পর বল করতে পারেননি আকাশদীপও।
আরও পড়ুন: টানা ৪ ম্যাচে ব্যর্থ, এফসি গোয়ার বিরুদ্ধেও ৪-২ গোলে হারল ইস্টবেঙ্গল
ফিল্ডিং করতে নেমে আঙুলে চোট পান অনুষ্টুপ মজুমদার। তিনি ব্যাট করতে পারেননি। প্রথম ইনিংসে ১৬৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলা। বড় রানের লিড নেওয়ার চেষ্টায় সুদীপ ঘরামি ও অভিমূন্যু ঈশ্বরন।