স্কোর বোর্ডে ৪০০ রান করেও, রণজি ট্রফির ম্যাচে লিড পেল না বাংলা। বিশাখাপত্তনমে গতবারের রানার্সদের বিরুদ্ধে উল্টে এগিয়ে থেকেই শেষ করল অন্ধ্র। চতুর্থ দিনে অন্ধ্র অলআউট হল ৪৪৫ রান করে। ১৭৫ রান করে আউট হন রিকি ভুঁই। বাংলার হয়ে তিন উইকেট মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফের। দুটি করে উইকেট তিন বোলারের।
তৃতীয় দিনের শেষে ৭০ রানে এগিয়ে ছিল বাংলা। চতুর্থ দিন দ্রুত উইকেট ফেলতে পারলে একটা সুযোগ ছিল লিড নেওয়ার। কিন্তু রিকি তা হতে দিলেন না। ঠান্ডা মাথায় খেললেন তিনি। একের পর এক উইকেট পড়লেও তাঁকে টলানো যাচ্ছিল না।
রিকিকে সঙ্গ দেন নীতীশ রেড্ডি ও শোয়েব মহম্মদ খান। নীতীশ করেন ৩০ রান। শোয়েবের ব্যাট থেকে আসে ৫৬ রান।