বাংলার সবথেকে দামি ক্রিকেটার মুকেশ কুমার (Mukesh Kumar)। আইপিএলের মিনি নিলামে (IPL Mini Auction) রেকর্ড গড়লেন। তাঁকে ৫ কোটি টাকায় কিনে নিয়েছেন দিল্লি ক্যাপিটালস। সৌরভ গঙ্গোপাধ্যায়কেও (Sourav Ganguly) ছাপিয়ে গেলেন তিনি। আইপিএলে সর্বাধিক ৪ কোটি ৩৭ লক্ষ টাকা পেয়েছিলেন সৌরভ। সিএবির প্রতিনিধি হিসেবে রেকর্ড অঙ্কে টিমে যোগ মুকেশের।
বিহারের গোপালগঞ্জে পৈতৃক বাড়ি মুকেশ কুমারের। কলকাতায় ট্যাক্সি চালাতেন বাবা। ভেবেছিলেন, কলকাতায় এনে ছেলেকে কাজ শিখিয়ে দেবেন। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে ভিশন ২০২০ শিবিরের মাধ্যমে প্রথম সুযোগ পান মুকেশ।
আরও পড়ুন: নিলামে স্টোকস, গ্রিন, পুরানদের মতো বিদেশি ক্রিকেটারদের জয়জয়কার, দল পেলেন না শাকিব
শিবপুর ক্লাবে খেলতেন তিনি। টানা ভাল পারফরম্যান্সের পর এবার আইপিএলে সুযোগ মুকেশের। এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষা বাংলা টিমের পেসারের।