উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জিত ট্রফির তৃতীয় দিনে দুরন্ত প্রত্যাবর্তন বাংলার। দিনের শেষে যেখানে মাত্র ১ পয়েন্ট প্রাপ্তি হবে বলে ভাবা হচ্ছিল, সেখানে রবিবার খেলা শেষে ৩ পয়েন্ট নিশ্চিত করে ফেললেন অনুষ্টুপ মজুমদাররা।
প্রথম ইনিংসে বাংলা অলআউট হয়ে যায় ৩১১ রানে। জবাবে দ্বিতীয় দিনের শেষে উত্তর প্রদেশ ৬৪ ওভারে তিন উইকেট হারিয়ে ১৯৮ রান করে। ফলে ১৯ রানে এগিয়ে যায় বাংলা। তৃতীয় দিনে বল হাতে জ্বলে উঠলেন শাহবাজ আহমেদ এবং মুকেশ কুমার। দুই বোলারের দাপটে ২৯২ রানেই প্রথম ইনিংসে অলআউট হয়ে গেল উত্তর প্রদেশ।
এদিনের ম্যাচে মুকেশ কুমার ৯২ রান করা আরিয়ান জুয়ালকে আউট করেন। এরপরেই মুকেশের বলে শূন্য রানে সাজঘরে ফিরলেন আকাশ দীপ নাথ। সৌরভ কুমারকে ৭ রানে বোল্ড করেন মুকেশ। মুকেশের ধাক্কায় রীতিমতো বেসামাল হয়ে যায় উত্তরপ্রদেশ। এরপর আরও চাপ বাড়ান শাহবাজ। দু'জনে মোট আটটি উইকেট নেন। ফলে শেষ হয়ে যায় ইউপি।
তৃতীয় দিন ফের ব্যাট করতে নামে বাংলা। খারাপ আলোর কারণে তৃতীয় দিনের খেলা সময়ের কিছুটা আগেই শেষ হয়ে যায়। কোনও উইকেট না হারিয়েই বাংলা ১৪১ রান করে। এর মধ্যে সুদীপের ব্যাট থেকে এসেছে ৫৯ রান এবং অভিমুন্য ৭৮ রান করেন। দু'জনেই অপরাজিত রয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে বিরাট কোনও অঘটনা না ঘটলে বাংলার তিনটি পয়েন্ট নিশ্চিত।