রঞ্জি ট্রফির প্রথম দু'রাউন্ডের জন্য বাংলার দল ঘোষণা করা হল। চোটের কারণে এই দলেও রাখা হল না বাংলার জোরে বোলার মহম্মদ শামিকে। দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারকে। দলে রয়েছেন ঋদ্ধিমান সাহা। ভাল ফর্মে না থাকার জন্য তালিকা থেকে বাদ পড়েছেন ঈশান পোড়েল। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তাঁকে।
প্রথম দুই রাইন্ডের জন্য বাংলার স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলে রয়েছেন বাংলার আকাশদীপকে। তবে, তিনি বাংলাদেশের বিরুদ্ধে সকলের নজর কেড়েছেন। ফলে, বাংলার দলে থাকলেও তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে হলে তাঁকে রঞ্জিতে পাওয়া যাবে না। দলে রাখা হয়েছে অভিমন্যু ঈশ্বরণকে। তাঁরও নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামানো হতে পারে ফলে তাঁরও খেলার সম্ভাবনা কম।
বাংলার রঞ্জি দলে সুযোগ পেয়েছেন নতুন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে একজন ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ দলের যুধাজিৎ গুহ আর বাকিরা অভিলীন ঘোষ, ঋষভ বিবেক, রোহিত কুমার।
আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে রঞ্জি। প্রথম দিন প্রতিপক্ষ উত্তরপ্রদেশ। আর দ্বিতীয় খেলা ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেনে। ১৮ অক্টোবরের এই ম্যাচে প্রতিপক্ষ বিহার। তার আগে একনজরে দেখে নেওয়া যাক বাংলার স্কোয়াড।
বাংলার স্কোয়াড
অনুষ্টুপ মজুমদার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেরক্ষক), অভিমন্যু ইশ্বরণ, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), ঋত্বিক চট্টোপাধ্যায়, অভিলীন ঘোষ, শুভম দে, আকাশদীপ, মুকেশ কুমার, সূরয সিন্ধু জসওয়াল, মহম্মদ কাইফ, প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি, যুধাজিৎ গুহ, রোহিত কুমার ও ঋষভ বিবেক। স্ট্যান্ডবাই থাকবেন সৌম্যদীপ মণ্ডল, গীত পুরি, সুমিত মোহান্ত, প্রীতম চক্রবর্তী, অনন্ত সাহা ও ইশান পোড়েল।