লক্ষ্মীবারে ঘরের মাঠ ইডেনে রণজি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অভিযান শুরু করছে বাংলা। ইডেনে মনোজ তিওয়ারিদের প্রতিপক্ষ সৌরাষ্ট্র। মাঠে নামার আগেই প্রতিপক্ষের পেসার জয়দেব উনাদকটের হুঁশিয়ারি, ইডেনের পিচে বাংলাই পিছিয়ে থাকবে। এই পরিস্থিতিতে ৩৩ বছর পর ঘরের মাঠে ফাইনাল ম্যাচকে স্মরণ করতে অনেক রকমের বিষয় সাজিয়ে ফেলেছে সিএবি। প্রথমদিন ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরু করবেন স্বাধীনতার পর বাংলার রণজি জয়ের একমাত্র অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার একাধিক প্রাক্তন ক্রিকেটাররা। ফাইনাল দেখার জন্য খুলে দেওয়া হবে তিনটি ব্লক। সেখানে বিনামূল্যে ফাইনাল দেখতে পারবেন দর্শকরা।
শুধু প্রাক্তনদের আমন্ত্রণ নয়। তিন দশক পর ফাইনালের আয়োজক হিসাবে অনেক কিছুর বদল ঘটাচ্ছে রাজ্যের ক্রিকেট সংস্থা। বিশেষ করে প্রযুক্তিকে আরও বেশি করে ব্যবহার করা হবে বলে সিএবি সূত্রে জানা গিয়েছে। সিএবির এক কর্তা জানিয়েছেন, ডিআরএসকে আরও স্বচ্ছ করছে প্রযুক্তির বিশেষ ব্যবহার করা হবে।
ফাইনালের আগে পিচ দেখে গিয়েছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। ৩৩ বছর পর বাংলার চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে বঙ্গ ক্রিকেটের নতুন চ্যালেঞ্জ।