এশিয়ান গেমসে সোনাজয় মেয়েদের ক্রিকেট দলের। আর এই জয়ের নেপথ্যে বাঙালি কন্যা তিতাস সাধুর কীর্তি। ৪ ওভার মাত্র ৬ রান দিয়ে তুলে নিলেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট। তার মধ্যে ১ ওভার মেডেন। এশিয়ান গেমসের ফাইনালে ২০ ওভারে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা।
প্রথমে ব্যাট করে ১১৬ রান তোলে ভারত। ৪৬ রান করেন স্মৃতি মান্ধানা। জেমিমা রড্রিগেজ করেন ৪২ রান। এই টার্গেট নিয়ে ভাল বোলিংয়ের দরকার ছিল ভারতের। সেই কাজটাই করলেন বাংলার মেয়ে তিতাস। এশিয়ান গেমস ফাইনালে শুরুতেই শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ব্যাটিং ভিত নাড়িয়ে দেন তিনি।
তিতাস ছাড়াও ২টি উইকেট পেয়েছেন রাজেশ্বরী গাইকোয়াড়। একটি করে উইকেট পান দীপ্তি, পূজা ও দেবিকা।