Border-Gavaskar Trophy : শুরু ভারতের মিশন অস্ট্রেলিয়া, এই সফরে প্রথমবার যাচ্ছেন কোন ক্রিকেটাররা জানেন?

Updated : Nov 21, 2024 17:31
|
Editorji News Desk

পার্থ থেকে শুরু ভারতের মিশন অস্ট্রেলিয়া। পাঁচ টেস্টের এই সিরিজ টিম ইন্ডিয়ার কাছে অ্যাসিড টেস্ট। বেশ কিছু নতুন মুখকে নিয়ে এবার ডাউন আন্ডারে টিম ইন্ডিয়া। এক নজরে দেখে নেওয়া যাক সেই নতুন মুখ কারা। 

যশস্বী জয়সওয়াল

২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক হয় যশস্বী জয়সওয়ালের। তারপর থেকেই এই বাঁ হাতি ব্যাটার টেস্ট ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে অসাধারণ ফর্মে রয়েছেন। ২০২৪ সালে ইতিমধ্যেই টেস্ট ক্রিকেটে ১০০০ রান পার করেছেন যশস্বী। এটি জয়সওয়ালের ক্যারিয়ারের প্রথম অস্ট্রেলিয়া টেস্ট সফর।

অভিমন্যু ইশ্বরণ 

ঘরোয়া ক্রিকেটে বড় স্কোর রয়েছে অভিমন্যু ইশ্বরণের। চলতি অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি মোট ৯৯ টি ম্যাচে ৭৬৩৮ রান করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ২৭টি সেঞ্চুরি এবং ২৯টি হাফ সেঞ্চুরি। এটাই অভিমন্যুর প্রথম অস্ট্রেলিয়া সফর। 

সারফারাজ খান 

ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটার সরফরাজ খান। তিনিও নিজের টেস্ট কেরিয়ারের প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। এই বছরই  ইংল্যান্ডের বিপক্ষে তাঁর টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে।  ২৭ বছর বয়সী এই ব্যাটার চারটি টেস্টে একটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি করেছেন।

ধ্রুব জুরেল 

ঋষভ পন্থের বদলে এই বছরই ইংল্যান্ড টেস্ট সিরিজে অভিষেক হয়েছে উইকেট-কিপার ব্যাটার ধ্রুব জুরেলের। তিনি বাংলাদেশের এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে খেললেও পন্থ মাঠে ফেরার কারণে বেঞ্চে ছিলেন তিনি। আপাতত অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় স্কোয়াডে দ্বিতীয় উইকেট-কিপার হিসেবে স্কোয়াডে যোগ দিয়েছেন তিনি। এটাই জুরেলের প্রথম অস্ট্রেলিয়া সফর। 

আকাশদীপ 

ভারতীয় ক্রিকেট দলের পেসার বাংলার আকাশদীপ। ২০২৪ সালে রাঁচিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তাঁর। এখনও পর্যন্ত চারটি টেস্ট ম্যাচ খেলে নিজের জাত চিনিয়েছেন তিনি। এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে মহাম্মদ সিরাজের জায়গায় দ্বিতীয় পেসার হিসেবে খেলেছেন তিনি। এই ২৭ বছর বয়সী পেসার প্রথমবারের মতো ভারতীয় টেস্ট দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন। 

হর্ষিত রানা

দিল্লির স্পিডস্টার হর্ষিত রানা ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাস্কার ট্রফি স্কোয়াডে জায়গা পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০২৪ আইপিএলে তাঁর দুর্দান্ত বোলিং দেখে তাক্র ভারতীয় টি-২০ স্কোয়াডে জিম্বাবোয়ে ও বাংলাদেশ সফরের জন্য ডাকা হয়, তবে তিনি খেলতে পারেননি। এবার অস্ট্রেলিয়া সিরিজে দেখা যাবে তাঁকে। 

নীতিশ কুমার রেড্ডি 

ভারতীয় দলের এই উঠতি অলরাউন্ডার ২০২৪ সালের আইপিএল দুর্দান্ত পারফর্ম করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। মোট ১৫ ম্যাচে তিনি ৩০৩ রান করেছিলেন। তিনি বাংলাদেশ বিরুদ্ধে টি-২০ সিরিজেও সুযোগ পান। বাংলাদেশের বিরুদ্ধে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়া সফরের জন্য তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল প্রথম টেস্ট ক্যাপ।

প্রসিদ্ধ কৃষ্ণ 

ভারতীয় বোলার প্রসিদ্ধ কৃষ্ণ ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় নিজের কেরিয়ারের প্রথম টেস্ট খেলেন। তবে, চোটের কারণে তিনি চলতি বছরের অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন। এখনও পর্যন্ত কৃষ্ণ দুটি টেস্ট ম্যাচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে দুইটি উইকেট। এটি হবে তাঁর অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট সিরিজ। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের স্কোয়াড 

রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

তবে, এই ১৮ জনের স্কোয়াডে যুক্ত হয়েছেন দেবদত্ত পাড়িক্কল। কারণ প্রথম টেস্টে থাকছেন না রোহিত শর্মা। আর চোটের জন্য ছিটকে গিয়েছেন শুভমান গিল। এমন অবস্থায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দেবদত্ত পাড়িক্কলকে অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, প্রথম ম্যাচে মাঠে নামবেন না রোহিত শর্মা। ঘরের মাঠের হোয়াইটওয়াশের লজ্জা ঢাকতে রোহিতের অনুপস্থিতিতে ক্যাপ্টেনসির গুরুভার সামলাবেন যশপ্রীত বুমরা।

Border Gavaskar Trophy

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!