আইপিএলের মাঝে ফের চাপ বাড়ল বিরাট-রোহিতদের। এবার থেকে বর্ডার-গাভাসকর ট্রফি হবে পাঁচ ম্যাচের। এতদিন পর্যন্ত এই সিরিজে চারটি টেস্ট হত। দেশের মাঠে এবার বছরের শেষে এই সিরিজ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।
গত বছরই বর্ডার গাভাসকর সিরিজের সময়ই এমন ইঙ্গিত দিয়েছিলেন বোর্ড সচিব জয় শাহ। সেই মতো ভারত-অস্ট্রেলিয়া সিরিজ এবার সরকারি ভাবে পাঁচ টেস্টের হয়ে গেল। ফলে আন্তর্জাতিক সূচির চাপ কিছুটা বাড়ল দুই দলের ক্রিকেটারদেরই।
জয় শাহ জানিয়েছেন, টেস্ট ক্রিকেটকে সমৃদ্ধ করতে ও ঐতিহ্য সংরক্ষণ করতে অবিচল বিসিসিআই। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে পারষ্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই এবার এই সিরিজ পাঁচ টেস্টের করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ডও টেস্ট ক্রিকেটের গুরুত্ব প্রসঙ্গে সহমত। দুই বোর্ডের সম্মতিতেই একটি টেস্ট বাড়ানো হয়েছে।