পার্থে বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। এই সেঞ্চুরির পরই ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় ব্যাটসম্যান। প্রথম বিদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দশ নম্বর সেঞ্চুরি হয়ে গিয়েছে। সচিন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙে দিয়েছেন। এবার ডন ব্র্য়াডম্যানের রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন বিরাট।
১৯৩০ থেকে ১৯৪৮ সালের মধ্যে ইংল্যান্ডে ১১টি সেঞ্চুরি করেন ডন ব্র্য়াডম্যান। ৭৬ বছর ধরে এই রেকর্ড অক্ষত আছে। বিদেশের মাটিতে ১১টি সেঞ্চুরি করতে পারেননি কোনও ব্যাটসম্যান। অ্য়াডিলেডে দিন-রাতের টেস্টে যদি সেঞ্চুরি করেন, ব্র্যাডম্যানের রেকর্ডকে ছুঁয়ে ফেলবেন বিরাট।
মঙ্গলবার অ্যাডিলেডে অনুশীলন করতে নামে টিম ইন্ডিয়া। রুটিন প্র্যাকটিস ছিল ভারতের। গ্যালারিতে হাজির ছিলেন ৩০০০ ভারতীয় অনুরাগী। বিরাট, রোহিত, শুভমান, বুমরাদের হয়ে গলা ফাটালেন সমর্থকরা। ছবি, ভিডিয়োও তুললেন সমর্থকরা। অ্য়াডিলেডের বাইরে খাবারের দোকানেও ইতি-উতি ভিড়। সমর্থকদের গলায় শোনা গেল হিন্দি, বাংলা, তামিল, কন্নড়, বাংলা ভাষা। বিশ্বের যে প্রান্তেই ভারত খেলতে যাক, সেটাই যেন ভারতীয়দের মাঠ হয়ে যায়। একথা কতটা সত্যি, সেটাই যেন বোঝা গেল অ্যাডিলেডে ভারতের অনুশীলনে।
ওভালে ভারতের অনুশীলনে ছিলেন হেড কোচ গৌতম গম্ভীর। পার্থ টেস্টের পর ব্যক্তিগত কাজের জন্য দেশে ফিরেছিলেন তিনি। ফের ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। দ্বিতীয় টেস্টে ভারতের ব্যাটিং কম্বিনেশন কী হবে, তা নিয়ে চিন্তা থাকছেই। রোহিত যদি ওপেনিং স্লট ছেড়ে দেন, তাঁকে পাঁচ নম্বরে নামতে হবে।