IND vs Aus: অ্য়াডিলেডে অনুশীলন টিম ইন্ডিয়ার, বড় রেকর্ডের সামনে বিরাট কোহলি

Updated : Dec 04, 2024 12:13
|
Editorji News Desk

পার্থে বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। এই সেঞ্চুরির পরই ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় ব্যাটসম্যান। প্রথম বিদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দশ নম্বর সেঞ্চুরি হয়ে গিয়েছে। সচিন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙে দিয়েছেন। এবার ডন ব্র্য়াডম্যানের রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন বিরাট।  

১৯৩০ থেকে ১৯৪৮ সালের মধ্যে ইংল্যান্ডে ১১টি সেঞ্চুরি করেন ডন ব্র্য়াডম্যান। ৭৬ বছর ধরে এই রেকর্ড অক্ষত আছে। বিদেশের মাটিতে ১১টি সেঞ্চুরি করতে পারেননি কোনও ব্যাটসম্যান। অ্য়াডিলেডে দিন-রাতের টেস্টে যদি সেঞ্চুরি করেন, ব্র্যাডম্যানের রেকর্ডকে ছুঁয়ে ফেলবেন বিরাট।  

মঙ্গলবার অ্যাডিলেডে অনুশীলন করতে নামে টিম ইন্ডিয়া। রুটিন প্র্যাকটিস ছিল ভারতের। গ্যালারিতে হাজির ছিলেন ৩০০০ ভারতীয় অনুরাগী। বিরাট, রোহিত, শুভমান, বুমরাদের হয়ে গলা ফাটালেন সমর্থকরা। ছবি, ভিডিয়োও তুললেন সমর্থকরা। অ্য়াডিলেডের বাইরে খাবারের দোকানেও ইতি-উতি ভিড়। সমর্থকদের গলায় শোনা গেল হিন্দি, বাংলা, তামিল, কন্নড়, বাংলা ভাষা। বিশ্বের যে প্রান্তেই ভারত খেলতে যাক, সেটাই যেন ভারতীয়দের মাঠ হয়ে যায়। একথা কতটা সত্যি, সেটাই যেন বোঝা গেল অ্যাডিলেডে ভারতের অনুশীলনে।   

ওভালে ভারতের অনুশীলনে ছিলেন হেড কোচ গৌতম গম্ভীর। পার্থ টেস্টের পর ব্যক্তিগত কাজের জন্য দেশে ফিরেছিলেন তিনি। ফের ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। দ্বিতীয় টেস্টে ভারতের ব্যাটিং কম্বিনেশন কী হবে, তা নিয়ে চিন্তা থাকছেই। রোহিত যদি ওপেনিং স্লট ছেড়ে দেন, তাঁকে পাঁচ নম্বরে নামতে হবে। 

Border Gavaskar Trophy

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!