Border Gavaskar Trophy: বদলার সিরিজে নামছে অস্ট্রেলিয়া, প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা বুমরার, কতটা তৈরি ভারত

Updated : Nov 21, 2024 18:20
|
Editorji News Desk

শুরু বর্ডার-গাভাসকর ট্রফি। পার্থের গতি আর বাউন্সের পিচে নামছে প্রথম টেস্ট টিম ইন্ডিয়ার। প্রথম টেস্টেই নেই অধিনায়ক রোহিত শর্মা। দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। কতটা তৈরি ভারতীয় ক্রিকেট দল! এই টেস্টের ফলই কিন্তু সিরিজের মাপকাঠি নির্ধারণ করবে। তাই কী স্ট্র্যাটেজি টিম ইন্ডিয়ার!

টেস্ট শুরু হওয়ার আগে গত কয়েকদিন ধরে আকষ্মিক বৃষ্টি পার্থে। যা ভাবাচ্ছে ভারতীয় দলকে। পিচে বড় বড় গর্ত তৈরি হতে পারে। পার্থের কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ডো জানিয়েছেন, পিচ তৈরির জন্য পরিশ্রম করতে হচ্ছে তাঁদের। ঠিক সময় সঠিক পিচই পাবেন দুই দলের ক্রিকেটাররা। কিন্তু অসময়ের বৃষ্টিতে পার্থে পিচের প্রকৃতি কিছুটা পাল্টাতেও পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হতে হয়েছে। কিন্তু সেই হারের স্মৃতি নিয়ে পার্থে প্রথম টেস্ট খেলতে নামছেন না যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলিরা। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে বুমরা জানালেন, "কোনও হারের ক্ষত নিয়ে শুরু করছি না। হার বা জয়, শূন্য থেকেই শুরু করতে হয়। নিউজিল্যান্ড সিরিজ থেকে আমরা অনেক কিছু শিখেছি। পরিস্থিতি ও ফলাফল আমাদের পক্ষে যায়নি।" প্রথম টেস্টে রোহিত শর্মা নেই। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন কে! তা নিয়ে রহস্য থেকেই গেল। ম্যাচের দিন সকালেই দল ঘোষণার সময় প্রথম একাদশ জানাবেন অধিনায়ক বুমরা। 

গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ওয়াকাতে অনুশীলন করেছে টিম ইন্ডিয়া। পার্থে প্রথম টেস্টে অভিষেক একপ্রকার নিশ্চিত বোলিং অলরাউন্ডার নীতীশ কুমারের। একঝাঁক নতুন ক্রিকেটার প্রথম টেস্টে নামতে পারেন। দলে একমাত্র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। পার্থ টেস্টের আগে টিম ইন্ডিয়া কিন্তু তৈরি। বুমরা জানিয়েছেন, "আমরা তৈরি। অনেক আগে এখানে এসেছে ছেলেরা। ওয়াকাতে অনেকটা সময় কাটিয়েছি। অনেক তরুণ ক্রিকেটার অস্ট্রেলিয়ায় প্রথম নামবে। আমরা এই সিরিজ জিতে ফিরতে চাই।" মহম্মদ শামিকে নিয়েও মুখ খুলেছেন বুমরা। তিনি জানান, দীর্ঘদিন পর শামি ভাই ক্রিকেটে ফিরেছে। এই দলের অন্যতম সদস্য। বুমরা জানান, তিনি মনে করেন, শামির দিকে নজর রাখছে টিম ম্যানেজমেন্ট। তাঁর আশা, সময় মতো, শামি জাতীয় দলে ডাক পাবেন।

গত চারবার বর্ডার-গাভাসকর ট্রফি জিততে পারেনি অস্ট্রেলিয়া। এবার ঘরের মাঠে নামছে অজি ব্রিগেড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে নামছে ভারত। তাই এই সিরিজ জয়ের সুযোগ কোনও ভাবেই হাতছাড়া করতে চাইছে না অস্ট্রেলিয়া। গতবার বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন পূর্ণশক্তি নিয়ে নামেনি অস্ট্রেলিয়া। এবার তাঁদের ব্যাটিং, বোলিং সব বিভাগই তৈরি। অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বে এই বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ জয় করতে চায় অস্ট্রেলিয়া।

Border Gavaskar Trophy

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!