ঘোষণা হয়ে গেছে বিশ্বকাপের সূচি। ভারত-পাকিস্তান ম্যাচ শুধু ম্যাচ নয়, আবেগ জড়িয়ে। এবার টুর্নামেন্টে ইডেন মোট ৫টি ম্যাচ পেয়েছে। দুটি গ্রুপ পর্বের ম্যাচ পাকিস্তানের। সেমিফাইনালে উঠলেও ইডেনেই খেলবে পাকিস্তান। ভারত উঠলে, হাই ভোল্টেজ ম্যাচ হবে কলকাতাতেই।
সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য আত্মবিশ্বাসী। তিনি জানান, কলকাতা পুলিশের প্রতি ভরসা আছে। পাকিস্তানের জন্য বিশেষ নিরাপত্তা মোতায়েন করা হবে। বিশ্বকাপের অন্যান্য ম্যাচেও নিরাপত্তা কঠোর থাকবে। রাজ্য সরকার ও প্রশাসন সেদিকে নজর রাখবে।
আরও পড়ুন: জেসন কামিংসের নাম ঘোষণা, টুইটারে সুখবর দিল মোহনবাগান সুপার জায়ান্ট
এবার ইডেনে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। এবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালও এই শহরে। পাকিস্তান যদি শেষ চারে ওঠে ওই ম্যাচে ইডেনে খেলতে আসবে পাকিস্তান। তাই সাজানো হবে নিরাপত্তা।