এশিয়া কাপের বিদায় লগ্ন থেকে তাঁদের সম্পর্কে চিড় ধরেছে। এমনটাই দাবি পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের। মঙ্গলবার সেই জল্পনা উড়িয়ে পাক পেসার শাহিন শাহ আফ্রিদির বিয়েতে হাজির হলেন পাক অধিনায়ক বাবর আজম। সেই ছবি আবার টুইটও করেছেন পাক অধিনায়ক।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। বন্ধুর বিবাহ অনুষ্ঠানে হাজির হয়েছিল পাক অধিনায়ক। গত কয়েকদিন ধরেই তাঁদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। তার মধ্যেই বাবরের এই উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পাক ক্রিকেটের কর্তারা।
হাতে আর কটা দিন। তারপর ভারতের বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান। তার আগে দলে নেতৃত্ব বদলের জল্পনা চলছে। সাদাবের বদলে বাবরের ডেপুটি করা হতে পারে শাহিনকে। যা নিয়ে আবার শুরু হয়েছে জল্পনা।